reporterঅনলাইন ডেস্ক
  ০২ জুন, ২০২৩

আহমেদ সৈয়দ শাহনুর

মানবতার ছবি নজরুল

অভয় চিত্ত দ্বিধামুক্ত ছিল যার মনোবল

তিনি মানবতার ছবি কবি কাজী নজরুল

হীরকের খনি শাশ্বত বাণী সৃজেছেন যিনি

সাম্য সমতার উজ্বল রবি কবি কাজী নজরুল।

হিমালয়ের বলয় উঁচু কলতান সমুদ্রের কল্লোল

ফণ-তুলা বান কথায় অম্লান কাজী নজরুল

জীবনের তটে মোটা ডালরুটি মাটিতে শয়ন

ছেঁড়া কম্বল সম্বলহীন রাজা কাজী নজরুল!

সারিন্দার নিরঞ্জন সুরের বর অতীতের বুলবুল

দস্যুগুলয়ে ছুড়েন শব্দের গুলি কাজী নজরুল

বিদ্রোহের দাহ্য জ্বালান তিনি কথা ও কবিতায়

সাম্যের বাণী যার কাছে শুনি তিনিই নজরুল

দৈন্য দীনতা অন্নহীনার জন্য হতেন ব্যাকুল

ধনী-গরিবের সমতায়, প্রখর ছিলেন নজরুল

মানুষ ও মানবতার জন্য প্রকৃত ধর্মের মর্মমূল

করেছেন প্রকাশ ভূমি ও আকাশে কবি নজরুল।

দনুজ দলনির কলিজায় জ্বলত আগুনের হলাহল

জমিদারপাড়ায় যার কথায় নিত্য হতো কম্পন

কথা-কবিতার গভীরতা ছিল সম সাগরজল

তিনিই আমাদের জাতীয় কবি নজরুল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close