
০২ জুন, ২০২৩
জাফর রেজা
নাইবা হলো দেখা

দেখা হতেই হবে
এমন কোনো কথা নেই
নাইবা হলো দেখা
তাই বলে কি
ভালোবাসা যাবে না,
হাতে হাত রেখে
শিশিরভেজা ঘাসে
নাইবা ভিজল পা,
জ্যোৎস্নায় দুজনের
নাইবা হলো স্নান
তাই বলে কি
ভালোবাসা যাবে না;
ভালোবাসা এক স্বর্গীয় অনুভূতি
অনুভবে রয়ে যায়
হৃদয়ের গহিনে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন