
০২ জুন, ২০২৩
ফারজানা হায়দার চৌধুরী
মৌনব্রত ভাঙে

তারাসব ঢেকে যায়
মেঘ সম্মেলনে আকাশ সরোবরে
গাঢ় কালোরঙা রাত ডুবতে থাকে ক্রমশ
স্তব্ধতার প্রগাঢ় আঁধারে, আঁধার ভালোবেসে
নিস্তব্ধতার মৌনী প্রহরে ধীরে ধীরে!
পল-বিপল গুনে গুনে আমার অপেক্ষার প্রহর কাটে
স্তব্ধ আকাশ দেখে দেখে আবদ্ধ চার দেয়ালের
আয়তকার জানালায় চোখের কপাট খোলা রেখে
অপেক্ষা করি জলকণা আর আলোর জলজ সুখের!
জলধারা ঝরে অঝোরে
ঝরে আলোর টুকরো টুকরো কণা
ঝোড়ো বাতাসে মেঘ ওড়ে;
আকাশজুড়ে তারার বিক্ষিপ্ত মেলা!
স্তব্ধ রাতের প্রগাঢ় আঁধার যেন মৌনব্রত ভাঙে
চঞ্চল জলকণা মেখে নিয়ে বিপুল স্নিগ্ধ আমেজে!
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন