reporterঅনলাইন ডেস্ক
  ০২ জুন, ২০২৩

শেলী সেনগুপ্তা

ব্যাকুলতা

কত দিন আমাকে মৌন নামে ডাকবে?

এই যে

পাশাপাশি বয়ে যাওয়া

রেললাইনের মতো

অজানা বিন্দুতে ছুঁয়ে দেওয়া,

প্রিয় বইটির সুবাসে

মলাট খুলে দেখা-

রূপকথার ঝিরঝিরে শব্দে

আমাকে ভাসিয়ে নেয়

সন্ধ্যা বদল করে কাছে আসি আমিও

কত দিন আমাকে মৌন নামে ডাকবে

এবার

প্রচ্ছন্ন কবিতার ভাঁজ খুলে

বিষাদ নামেই ডেকো

শালিকের নিঃসঙ্গতা ভুলে তারস্বরে সাড়া দেব...

কত দিন আমাকে মৌন নামে ডাকবে?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close