reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মে, ২০২৩

নুসরাত সুলতানা

সমতা

প্রার্থনার আহ্বান জানিয়ে

কামোত্তেজিত এলানকারী বসে যায় স্বমেহনে।

বুকে ওড়না পরা মেয়েটিকেই সমাজ বলে- বেলেল্লা, বেহায়া।

অথচ বোরকাওয়ালি কতজন নাগর পোষে- সে হিসেব কে রেখেছে!

বঞ্চিত মানুষের মুক্তি চিরকাল এসেছে অন্ধকারের হিরণ¥য় পথে।

আলো কেবলই দালালি করেছে- পুঁজিবাদী ধনিক শ্রেণির।

অন্ধকারে আলোর দেবতা শুষে নেয় আঁধারের বেশ্যার স্তন।

সমতার অধিষ্ঠাতা কেবল অন্ধকার আর সঙ্গোপন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close