
২৪ মার্চ, ২০২৩
সোমা মুৎসুদ্দী
কবির বয়স ও বনসাই

কবির বয়স থাকে স্থির, যেন দৃষ্টিনন্দন এক বনসাই,
সাজানো থাকে ড্রইংরুমে গৃহিণীর শুভ্র হাতের ছোঁয়ায়।
কবির বয়স থাকে স্থির, কবিতারা হয় বাড়ন্ত,
কবির কবিতারা হয় পাঠকপ্রাণ অন্ত।
কবির মনটা থাকে সবুজ, ভাবনারা বড় অবুঝ,
কবির বয়স থাকে স্থির, নির্দিষ্ট একটি সীমানায়,
কবির বয়সটা যেন দৃষ্টিনন্দন এক বনসাই।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন