
২৪ মার্চ, ২০২৩
সমর আরিফ
অসীম করেছ আমায়

এ কেমন ভালোবাসা ক্ষয়িষ্ণু জীবনে
শুষ্ক হৃদয়-উদ্যান প্লাবিত যৌবনে!
দুটি চোখ ভেসে যায় সে মহাপ্লাবনে
স্বর্গে নাই, মর্ত্যে নাই; আনন্দভুবনে।
প্রজাপতি উড়ে চলে কল্পনা জড়িয়ে
ক্ষুৎপিপাসা ভুলে যাই তোমাতে হারিয়ে।
যেন আমাদের নীড় দিগন্ত ছড়িয়ে-
রক্তিম আভার মাঝে গেছে সে মুড়িয়ে।
যে প্রেম দিয়েছ তুমি নশ্বর কায়ায়
জড়িয়ে রেখেছ মন নিখাদ মায়ায়,
ভাবনার অনুরণন কেবলই ভাবায়-
সসীমে অসীম তুমি করেছ আমায়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন