
২৪ মার্চ, ২০২৩
বাপ্পি সাহা
স্বাধীনতার ফুল

বায়ান্নোতে রক্ত দিয়ে
বাংলা ভাষার মান কিনেছি
ত্রিশ লক্ষ প্রাণের দামে
স্বাধীনতার মুখ চিনেছি।
একাত্তরে দেখেছিলাম
রক্ত দিয়ে হোলি খেলা
বীর বাঙালি বুঝিয়ে দিল
নয় তারা তো হেলাফেলা।
প্রাণের মায়া তুচ্ছ করে
লড়ল তারা বীরের বেশে
স্বাধীনতার ফুল ফুটেছে
লাল সবুজের বাংলাদেশে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন