reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মার্চ, ২০২৩

আলমগীর খোরশেদ

পূর্ণিমা রাতে সাগরে

নিঃসঙ্গ রাতে সাগরতীরে

কখনো কি দেখেছো

ঢেউয়ের সঙ্গে জোছনার মিতালি?

আধো অন্ধকারে

সাদা ঢেউয়ের চূড়ায় চন্দ্রলোকের

ঝিকিমিকি গীতালি।

কীসের তাড়নায় দল বেঁধে এসে আঁচড়ে পড়ে তীরে

ভিজিয়ে দিয়ে বালুকা রাজি,

সৈকতে দাঁড়ালে সরে যেতে থাকে পায়ের তলার মাটি অবলম্বনহীন

দুঃখের সঙ্গে চলে সুখের বাজি।

ক্ষয়ে যাওয়া জীবন

নিশীত রাতের নীরবতার মতোই শীতল প্রাণহীন,

সাগর মানুষ সবই এক

লোনাজলে ভাসিয়ে নিজেকে

ধারণ করে যাতনা সীমাহীন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close