
২৪ মার্চ, ২০২৩
আরিফ মঈনুদ্দীন
নিহত সংবাদ

প্রাসঙ্গিক ভাবনা বিকশিত হওয়ার আগেই
একজন সামনে একজন পেছনে
উত্তরে একজন দক্ষিণে একজন
দাঁড়িয়ে গেছেন টেঁটা-বল্লম নিয়ে
ঘুরে চারদিকে তাকিয়ে দেখি
দেশীয় অস্ত্রে সজ্জিত আরো ছয় দিক আবদ্ধ
দশ দিকের ব্যূহ ভেদ করার মানসে
চোখ বন্ধ করি
চোখ খুলে অসম্ভব এই বাঁধা
প্রতিহত করা সম্ভব নয় জেনেই নিভিয়ে দিই প্রদীপ
আলোবঞ্চিত ওরা আঁতিপাঁতি খুঁজছে আমাকে
ফাঁক পেয়ে আমিও উড়ে উঠে গেছি ওপরে
কার সাধ্য আর আমাকে ছোঁয়!
দেহ পড়ে আছে মাটির পৃথিবীতে
আমি চলে গেছি আপন ঠিকানায়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন