reporterঅনলাইন ডেস্ক
  ১০ মার্চ, ২০২৩

তামান্না ঝুমু

সূর্যের পানে

মেয়ে,

অবিরল আত্মাভেদী অপমানের বেদনা,

অন্যায়ের যাতনার অন্ধকার

আর চোখের জলের তলে

তোমার আশা আনন্দ আর স্বপ্নের সূর্যকে

ডুবে যেতে দিয়ো না।

তোমার আশা সমুদ্রের চেয়ে বড়।

তুমি বুকে এক মহাসমুদ্র ধারণ করো।

অনিবার ঊর্মিমালার মতো

তুমি এগিয়ে যাও

তোমার আশা-অভিমুখে।

তোমার স্বপ্ন আকাশের চেয়ে বড়।

একটি মহাকাশ ধারণ করো

তুমি তোমার বুকে।

তোমার স্বপ্নের আকাশের দিকে

তুমি মহাকাশযানের মতো

মেঘ ফুঁড়ে ছুটে যাও।

সবুজ ঘাসের মতো অনাবিল

তোমার আনন্দ আর হাসি।

তোমার হৃদয় আর ঠোঁটে

হাসি-আনন্দের ঝরনাধারা।

এ-ঝরনা তুমি বইতে দাও।

সকল দুর্জনের সমস্ত দুর্মতি

নস্যাৎ ক’রে দিয়ে তুমি

দুর্বিনীত শালবৃক্ষের মতো

সূর্যের পানে মাথা উঁচু ক’রে দাঁড়াও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close