reporterঅনলাইন ডেস্ক
  ১০ মার্চ, ২০২৩

আইরীন কাকলী

অবহেলার স্রোতে হব নিখোঁজ

সাদা খাতা,

কালো পেনসিল রেখা,

মৃত মশাল

আর

নির্লিপ্ত ভালোবাসা।

সত্যিই কি ভালোবাসা

না অন্য কিছু...

চড়ুই চঞ্চলতায় ধ্যানের আরাধনা

জাগতিক গভীরতায় অলৌকিক হয়ে ওঠে।

দ্রোহী দূরত্বের অপূর্ণতায়

শূন্য লোকে অবলোকন...

অদেখার সমুদ্রে তখন বৈধ বিরহ ঢেউ

আর্তনাদে ম্লান হয়ে যায় বারবার।

সন্ধ্যার গা বেয়ে নামে আঁধার,

জোনাকি ডানা খোঁজে স্যাফলন সুবাস,

আমি খুঁজি তোমারে,

অথচ...

কি নির্লিপ্ত তুমি...!

ভাবনার করিডরে ঠাঁই নেই আমার অস্তিত্ব।

বাজেটে সবকিছু বরাদ্দ হয়;

আমার জন্য থাকে শুধু তোমার অবহেলা।

অবহেলার স্রোতে এক দিন

দূর সমুদ্রে হব নিখোঁজ।

জানি

সেদিনও এক ফোঁটা জল রবে না

আটপৌড়ে আমার জন্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close