reporterঅনলাইন ডেস্ক
  ০৩ ফেব্রুয়ারি, ২০২৩

দিলীপ কির্ত্তুনিয়া

উড়ে যাক

ঝাঁক ঝাঁক পাখির উড়ে যাওয়া দেখছিলাম

আকাশের দিকে তাকিয়ে বিনীত চোখে।

ডানায় মনে হচ্ছিল ঠিকানা লেখা নেই

ছুটছে আর ছুটছে

চেটে পুটে ছুটছে।

কোথায় যাবে জানি না।

আমি আমার দুঃখকে উড়িয়ে দিলাম

ওদের সাথে।

আমার ভেঙে যাওয়া স্বপ্নের কাচ

ওদের ডানার সাথে-

উড়ে যাক নিরুদ্দেশে।

না-বলা কথাগুলো আসছিল বুক ফেটে

আর কতদিন রাখব এখানে চেপে।

ওরাও চলে যাক এই সাথে।

মন ভার- জীবনের ক্লান্তি

পাখি হয়ে উড়ে যাক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close