reporterঅনলাইন ডেস্ক
  ০৩ ফেব্রুয়ারি, ২০২৩

মেলার নতুন বই

ঘনসাপের দেউড়ি

জোবায়ের মিলন

পেন্সিল পাবলিকেশনস

প্রচ্ছদ : সাদাতউজজামান

দাম : ২২৫ টাকা

স্টল : ৩০০

এই গ্রন্থের প্রতিটি কবিতা গ্রন্থশিরোনামের অন্তর্নিহিত তাৎপর্যের সঙ্গে সম্পর্কিত। যদিও প্রতিটি কবিতার আলাদা করে একটি শিরোনাম রাখা হয়েছে কিন্তু তা নামমাত্র। এই আলাদা নাম না-ও হতে পারত। হয়েছে বলেও প্রত্যক্ষ বা পরোক্ষে বিরাট কোনো ক্ষতি হয়েছে, এমনও নয়। মূলত প্রচল ব্যাধিপূর্ণ আবহে অবিশ্বাস্য হলেও বিশ্বাস্য বাস্তবতাকে অবলোক ও আত্মস্থ করে অব্যক্ত বক্তব্যটা ভাষারূপ নির্মাণের মাধ্যমে অসুন্দরের বিপরীতে সুন্দরের আকাঙ্ক্ষাই এখানে বর্ণিত হয়েছে। বর্ণিত হয়েছে সেইসব ছক ও ছবির কথা যেসব ছবির ছত্রছায়ায় ঘনরাত্রির তোড়জোড় আর জহর-জারুল ছেনে কহর-কলহ পোষ্য এক কালের কলতান কল্লোলিত আমাদেরই চোখের কোণে, কার্নিশে। ৫৭টি কবিতার সন্নিবেশে সমৃদ্ধ ‘ঘনসাপের দেউড়ি’ কাব্যগ্রন্থটি।

* নওয়াব নজির

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close