reporterঅনলাইন ডেস্ক
  ০৩ ফেব্রুয়ারি, ২০২৩

মেলার নতুন বই

নির্জনতা ও অন্যান্য

কাউসার মাহমুদ

প্রকাশক : পেন্ডুলাম

প্রচ্ছদ : মিতুন রাশিদ

দাম : ২৯০ টাকা

স্টল : ৫৪২-৪৩

কাউসার মাহমুদ। কবি, গদ্যকার ও অনুবাদক। তিনি মুক্তগদ্যের সমস্ত রঙ ও রূপমাধুর্য মিশিয়ে, আপন আল্পনা এঁকে বুঝি কী এক অপূর্ব বিস্ময় সৃষ্টি করেছেন তার ‘নির্জনতা ও অন্যান্য’ গদ্যগ্রন্থে। যা পাঠে কল্পনা ও প্রেম একীভূত হয়ে ওঠে, অপূর্ব দৃশ্যপাটে চোখ আটকে থাকে। মনে হয়, বহুদূর শাখাপল্লবে শব্দেরা সংগীত হয়ে বাজছে। যদিও কিছুকিছু লেখায় তিনি স্বাভাবিক শৈলি পরিত্যাগ করে, জীবন, মৃত্যু, যাতনা, নিঃসঙ্গতা ও এ জাতীয় বিষয়াবলী এমনই হৃদয়গ্রাহী করে ফুটিয়েছেন- আপাতচক্ষে তা জটিল ও ক্রুর মনে হলেও, তাতে রয়েছে মনস্তাত্ত্বিক খেলা এবং আশ্চর্যময়তা। ফলে, অজান্তেই যা তার পাঠককে আরো উৎসুক করে তোলে ক্রমাগত। এছাড়া, ভাষায় বিচিত্রমুখী চিত্রকল্প নির্মাণের অভিনবত্ব তার গদ্যকে করে তুলেছে আরো অভিজাত।

* আদিল মাহমুদ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close