
২৭ জানুয়ারি, ২০২৩
আমিন আশরাফ
ব্যথিত রুহ

এখানে নেই কোনো নিরন্ন সন্ধ্যার
রঙচ্ছটা মেয়েলি আয়োজন।
অহির্নিশ খোঁজে ফিরি
পুলকজাগানিয়া সরল জীবন।
ব্যাকুলতার তালাশে পড়ে থাকি অযথাই,
যাপিত সময়ের প্রতিটি নেজামহীন নদীতে;
পুরুষালিত লিফটের ওঠা-নামায় ঘেন্নার
নীল আগুন ছলকে ওঠে; জিব প্রদর্শন করে যায়
সাপের মতো হিস-হিস তুলে।
নীরবতার দহনে দগ্ধ হতে না হতেই
চলে এসে যদি ব্যথিত রুহের শেষ লগন
ক্ষমা করে দিও ওহে ঈশ্বরের পুণ্যাত্মাগণ!
অনুশোচনার তাপদাহে বেদনার লাল-নীলে
ভাসিয়ে দেই নিজের সৎকার করা লাশ,
সলিলের তোড়ে ভেসে যাক প্রাণজুড়ানো সাকুল্য
অথচ গুমড়ে কাঁদুক আকুলতার পলককোণে
নিখাদ প্রিয়তর অকৃত্রিম সন্ধ্যাগুলো।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন