reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জানুয়ারি, ২০২৩

মোবারক হোসেন ভূইয়া

জ্বলার মতো জ্বল

হে অগ্নি

তুমি কি নিরন্তর জ্বলতে চাও পৃথিবীতে?

পড়তে চাও না কখনো অস্তিত্বহীনতার হুমকিতে?

তবে জ্বল, দীপ্ত তেজে জ্বল

নিঃসংকোচে, নির্ভয়ে, বীরদর্পে জ্বল।

চারপাশের আকাশ কালো মেঘে ঢাকা

যেকোনো মুহূর্তে হতে পারে বজ্র-বৃষ্টি

বইতে পারে সর্বনাশা বিক্ষুব্ধ ঝড়

নিভিয়ে দিতে পারে তোমার ক্ষীণ আলো

তাই জ্বলার মতো জ্বল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close