reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জানুয়ারি, ২০২৩

হেলাল আনওয়ার

লাল বাতির সিগনাল

দিনান্তে আঁধার দিগন্ত দিগি¦দিক

প্রলম্বিত রাতের জিহ্বা

সায়াহ্নে সকাল বিশুষ্ক মরুতট

আলেয়ার হাসিতে কম্পমান হৃদয় দুপুর।

বিভ্রমে বিষণ্নতা চলন্ত নর্দমা

সারা শহরজুড়ে লাল বাতির সিগনাল

চোখ জ্বলে চুরুটের মতো বিদগ্ধ ক্যানভাস।

কুত্তার বাঁকানো লেজের মতো

রাতের অলিগলি নিজ্ঝুম পথঘাট

লাইটের মাথাগুলো কিংকোবরার ফণা।

তোমাকে কীভাবে আসতে বলি

আমার এই বিব্রত বোধের নগরে?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close