reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জানুয়ারি, ২০২৩

রায়হান উল্লাহ-এর

কবিতা ও কবিতাভাবনা

আমি একটি ভাবাতুর জীবন কাটাই সেই বোঝার বয়স থেকেই। বেশি ভাবনার ফসল আমি প্রচলিত সফলতার কাঠামোতে যাইনি। এর ফসলও হতে পারে কবিতা।

মনের বাসনাকে অক্ষরের অবয়ব দিতে সবাই চায়; আমি বেশিমাত্রায় চাই। তাই কবিতার ছলে কথামালা সাজাই।

সময়-সভ্যতা বয়ে চলে। আমি এগিয়ে যাই কবিতার হাত ধরে। বিশ্বাস করি, কবিতা কোনো ঐশি বাণী নয়। তাই কোনো নিয়মের ধার ধারিনি। এভাবেই একটি সময় কিছু পাগলামি, কথার ছলনা হয়ে গেছে। এই নিয়ে আমার প্রথম কাব্যগ্রন্থ ‘আলোর ঝলকানি’ পাওয়ার অপেক্ষায়।

প্রশ্নোত্তর

কিছু কি করার ছিল

কিছুই করার নেই,

সব কি করার ছিল

সবই করতে নেই।

কিছু কি করার নেই

জবাবের তীর ছিল,

সব কি করতে নেই

অভাবের ভিড় ছিল।

কামনারা ঠিক ছিল

কিছুই হারাতে নেই,

বাসনারা ধীর ছিল

সবই মাড়াতে নেই।

কথাচুড়

কথাগুলো তোলা থাকে

তোলাতুলির সংসার,

কথাগুলো জমা থাকে

জমজমাট ঝংকার।

কথাগুলো তোলা আছে

ভুলাভুলির ব্যতিচার,

কথাগুলো খোলা আছে

ভালোবাসার অনাচার।

কথাগুলো কথা হয়

গুনগুনির সমাহার,

কথাগুলো কথা নয়

সমাসধারী ফলাহার।

কথাগুলো যথা হয়

একবিংশ চিৎকার,

কথাগুলো প্রথা হয়

মনহংস শীৎকার।

কথাগুলো কাঁথা হয়

ভালোবাসার যুগপথ,

কথাগুলো গাঁথা হয়

হাহাকারের মনোরথ।

কথাগুলো ধ্রুব সুর

মায়ারেখার চরাচর,

কথাগুলো ঘুম ঘোর

ছায়ারেখায় চুরাচুর।

কথাগুলো কথা আনে

টুনাটুনির সুর খেলা,

কথাগুলো কথা পানে

গুনগুনির ঘোর মেলা।

কথাগুলো কথা হবে

নিয়তচারী সরগম,

কথাতেই কথা রবে

জনমধারী মনোরম।

মাটিকাব্য

মাটি থেকে আগমন

মাটিতেই নাড়াচাড়া

মাটিরই নাড়াচাড়া।

মাটিতেই বেগবান

মাটিময় সংসার

মাটিপুত্র ঝংকার।

মাটিতেই মিশে যাবে

বাঙময় মাটিগাথা

বর্ণময় মাটিখাতা।

মাটিতেই চুষে খাবে

মাটিসূত্র বিকিকিনি

মাটিকাব্য রিনিঝিনি।

কেমনতর

তুমি কেমনতর ডাক

সকরুণ সম্মোহনে-

ভাষা ভুলে আনচান হই।

তুমি কেমনতর থাক

নিদারুণ আস্ফালনে-

আশা ফেলে খানখান রই।

তুমি এমনতর বুঝি

সযতন বিষ্ফোরণে-

দলে দলে কানাকানি সই।

তুমি কেমনতর চাও

মায়াময় সম্মেলনে-

জলে জলে ফেনায়িত জয়।

তুমি এমনতর হও

বিগলিত বাতায়নে-

ব্যথা বাজে রিনঝিন সুর।

আমি যেমনতর হই

সুরলিত আবরণে-

কথা সাজে ঝিকমিক ভোর।

শিরোনামহীন

সময় গতিময় অভয় যতিময়,

আশার চরাচর ভাষার ঝরঝর।

বেভুল কোলাহল দোদুল ছলছল,

জলজ কারুকাজ দলজ চারুখাঁজ।

তোমার সরোবর ব্যথার নীলচর,

কথন উচাটন যতন অঘটন।

ছায়ার সংসার মায়ার ব্যতিহার,

সুনীল ঝিলমিল ফেনীল খিলখিল।

কথায় মাতোয়ারা ব্যথায় দিশেহারা,

প্রলাপ সংলাপ আলাপ কিংখাব।

নগর দিনলিপি জহর শিলালিপি,

কামনা মায়ারথ বাসনা ছায়াপথ।

আলেখ্য ইতিহাস উল্লেখ্য বসবাস,

তবুও আমি-তুমি যদিও তুমি-আমি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close