reporterঅনলাইন ডেস্ক
  ০২ ডিসেম্বর, ২০২২

আমিনুল ইসলাম বাবু

মন ভালো নেই

প্রিয়তমা,

মন ভালো নেই আমার।

ভালো নেই হৃদয়ের চারপাশ।

হচ্ছে রক্তক্ষরণ,

যুদ্ধ যুদ্ধ খেলা চলছে এই পৃথিবীর একাংশে,

পড়ছে বোমা, পুড়ছে ঘর, বাড়ি, হাসপাতাল, হোটেল

আর ধ্বংস্তূপে পরিণত হচ্ছে নান্দনিক শহর।

ক্রমাগত হারিয়ে যাচ্ছে সভ্যতা,

চারপাশজুড়ে শিশুদের ক্রন্দন,

নারীদের অসহায়ত্ব,

সৈন্যরা এগোচ্ছে সাঁজোয়া যানসহ দখল করতে

একের পর এক সাজানো শহর,

বাদ যাচ্ছে না হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র কিছুই;

আর কঠিন কঠোর ইস্পাতের মতো গড়ে তুলছে কেউ প্রতিরোধ।

জন্মভূমিকে রক্ষা করতে হবে হায়েনার হাত থেকে,

এখন আর কিচ্ছু ভালো লাগে না প্রিয়তমা আমার,

কেউ পালিয়ে আশ্রয় নিচ্ছে প্রতিবেশী দেশে, বেঁচে থাকার আশায়।

আহা এই জীবন তো কাম্য নয়!

এভাবে বেঁচে থাকা কত দিন?

পরের ঘাড়ে বোঝা হয়ে;

আহা কীভাবে স্বাধীনতা হারিয়ে যাচ্ছে ক্রমশ, হচ্ছে পরাধীন

প্রিয়তমা, মন ভালো নেই আমার

ঘুমুতে পারি না আমি-

বোমার শব্দ, চারপাশজুড়ে দাউ দাউ করে জ্বলছে আগুন,

পুড়ছে ঘর, বাড়ি, বসত ভিটা, ফুলের বাগান।

আরো কত কিছু।

কিচ্ছু ভালো লাগে না আমার প্রিয়তমা, কিচ্ছু না

কবে বন্ধ হবে এই হানাহানি? এই যুদ্ধ?

এই নিপীড়ন?

আমি শান্তি চাই প্রিয়তমা;

আমি শান্তির পক্ষের নিরীহ মানুষ।

একটি গোলাপ বাগান ফুটে উঠুক এই যুদ্ধের ময়দানে,

পরিসমাপ্তি ঘটুক এই অসম যুদ্ধের,

ভালোবাসায় ভরে উঠুক চারপাশ।

আমি শান্তি চাই প্রিয়তমা,

এতটুকু শান্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close