reporterঅনলাইন ডেস্ক
  ০২ ডিসেম্বর, ২০২২

নাজমা বেগম নাজু

দেশত্যাগী বাতাসের ভালোবাসা

রংপিয়াসি আকাশকে ভালোবেসে

দেশত্যাগী হলো যে বাতাস

তার গায়ে তো রঙের

ছিটেফোঁটাও নেই,

বাতাস চির অদেখা

অথচ সবচেয়ে দৃশ্যমান আকাশটাকেই

তার হৃদয় গহিনে রাখতে হলো।

আকাশ অনড়, স্পর্শের সীমানায়

আসে না কখনো,

নিশ্চল দূরে থাকা-

ধরাছোঁয়া বাইরে থাকার ব্যাপারটা

বাতাসের কল্পনাতেও নেই।

অথচ কি অদম্য অন্ধশ্বাসে

বাতাসের দিন-রাত একাকার হয়

আকাশকে ছোঁয়ার স্বপ্ন দেখে দেখে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close