reporterঅনলাইন ডেস্ক
  ২৫ নভেম্বর, ২০২২

জাহিদ হাসান পাভেল

আমার পাড়া গাঁ

সবুজের মাঠ পেরিয়ে, মেঠোপথ পাড়ি দিয়ে,

যেতে হবে আমার পাড়া গাঁয়ে।

গোধূলি লগ্নে কিশোর-কিশোরী খেলা করে,

গ্রামের পাড়ে, বটের তলে,

সপ্তাহে এক দিন হাট বসে।

শেষ বিকেলে বিকিকিনি শেষে গৃহস্থ বাড়ি ফেরে।

সন্ধ্যা হলে প্রদীপ জলে, পাড়ার ঘরে ঘরে-

আরতি চলে উঠানের ওই তুলসী তলে।

পাড়ার পাশ দিয়ে বয়ে গেছে এক নদী,

নাম তার ছোট যমুনা।

নদীর পাশেই আছে ছোট এক শ্মশান ঘাঁটি,

মাঝ রাতে সেখান থেকে-

শিয়াল-কুকুর করে ডাকাডাকি।

নদীর পাড়ে সারি সারি বাবলার গাছ

মৃদু বায় বহে কাঁটাময় ডাল দোলে

সে কোনো এক ডালে মাছরাঙা বাস করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close