reporterঅনলাইন ডেস্ক
  ২৫ নভেম্বর, ২০২২

এনাম আনন্দ

আজাজিলের থাবা

জীবনের প্রয়োজনে

অদৃশ্য দেয়াল ধরে দাঁড়িয়েছি বারবার

আলোছায়া লুকোচুরি খেলার বিরান প্রান্তরে দাঁড়িয়ে

শুনেছি নীল দরিয়ার গর্জন!

রূপকথার গল্পে নিজেকে হারিয়ে হন্যে হয়ে খুঁজেছি

জোনাকির আলোয় হীরক খণ্ড!

যৌবনবতী কাকের সৌন্দর্যে মুগ্ধ হয়ে

নক্ষত্রের আলোয় পাড়ি দিয়েছি সাত সমুদ্র তেরো নদী।

মিথ্যা আশ্বাসে আলেয়ার পিছে ছুটে

মোমবাতির মতো হয়েছি নিঃশ্ব!

যে রাতের আঁধারকে বালিশ বানিয়ে ঘুমায়

তার চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণে কী আসে যায়?

আমি অভিশাপ দিই সেই কারিগরদের

যারা সৃষ্টিশীলের নামে নির্মাণ শিখায় পেঁপে কাঠের জাহাজ

উত্তাল সমুদ্রে ডুবাতে চায় নতুন প্রজন্মকে।

আমি অভিশাপ দিই সেই বিবেক বেচা মাকালদের

যারা কাঁচা টাকার কাছে পরাস্ত হয়ে ধ্বংস করছে ঔরসদের মেধা

আমি অশ্রুসিক্ত নয়নে অভিশাপ দিলাম

তোমরা প্রতিটি পদক্ষেপে হবে লাঞ্ছিত ও বঞ্চিত!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close