reporterঅনলাইন ডেস্ক
  ২৫ নভেম্বর, ২০২২

লিজি আহমেদ

ভ্রমণ

ভ্রমণে আমার বড্ড মন টানে চিরকাল,

ফড়িং মন নেচে ওঠে হাততালি দিয়ে

কিশোরীর মতো।

দিগন্তের পানে বাহন ছুটে চলে

পৃথিবীকে পেছনে ফেলে ফেলে,

মুগ্ধতার ভারে আনত হয়ে আসে চোখের পাতা।

সাদামাটা চায়ের দোকানে নড়বড়ে বেঞ্চিতে বসে

অমৃত চা পান,

ক্লান্ত ফেরিঅলার হাঁক, শামুকে শেওলার মাখামাখি

নদীপাড়ে জাল ফেলে বসে থাকা জেলে, নৌকোয় ভাসা ক্লান্ত মানুষ,

দুধের শিশুর মতো পরিতৃপ্ত শুয়ে থাকা ফসলের মাঠ,

সব কিছু পেছনে ফেলে দিগি¦জয়ীর মতো যেন এগিয়ে যাই আমি।

আমার নিজস্ব ছোট্ট আকাশটাকে ছুড়ে দিই দিগন্তের বাঁকে।

মনে হয়, এই আমি আর আমাতে নেই,

পৌঁছে গেছি বহুযুগ আগে, চাঁদনি রাতে উঠোনে পা ছড়িয়ে বসে শুনছি-

রূপকথার গল্প দাদিমার কাছে।

যেন সে গল্পের রাজকুমারী আমি,

ঘুম ভাঙাতে রাজকুমারের খুঁজে ফিরছি

জিওন কাঠি, গভীর নিঃসীম বনে বনে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close