reporterঅনলাইন ডেস্ক
  ২৫ নভেম্বর, ২০২২

কাউসার মাহমুদ

গান

কখনো একটা গান আর তার সুর এমনই বিধুর লাগে

যেন শান্ত দুপুর ভেঙে ক্রন্দন আচমকা জেগে ওঠে

মনে হয়, স্মরণের যত বেদনা আছে, যা-কিছু ব্যথিত করে

সবকিছু এতে বিদ্যমান; কারুকাজে ফুটে আছে।

তেমনই একটা গান কোথা থেকে ভেসে আসছে বুঝি

সামান্য রোদ নিয়ে স্নিগ্ধ নদীর কিনারে বসে আছি

ভাষা লোপ পেলে যেমন হয় তেমনই-

তবু যেন পাখির নির্বাক নিয়ে কেঁপে কেঁপে উঠছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close