reporterঅনলাইন ডেস্ক
  ২৫ নভেম্বর, ২০২২

দিলীপ কির্ত্তুনিয়া

এখন মাঠে যেও না

এখন মাঠে যেও না।

এখন আকাশে-বাতাসে হেমন্তের

মেঘহীন কিংবা অল্প মেঘ বাঁধা আছে।

এ সময় শীতের সুবাস আসছে।

পুকুরের জলে পড়েছে টান

এখন আর বর্ষাকাল দেখতে পাচ্ছো না

নূপুর মুখর।

এখন আর মাঠে যেও না।

তবে আইলে যেতে পারো একাকী

সামনে সবুজ ঢেউ।

এ ঢেউ আগামী ধানের।

ওরা কোলাহল মুখরতায় উঠছে বেড়ে।

ওদের যথেষ্ট দায়িত্ব আছে।

পোকামাকড় দৈব দুর্বিপাক বিনা

যদি ওরা বেড়ে উঠতে পারে

তোমাকে দেবে গোলা ভরা ধান।

এই মুগ্ধ হেমন্ত- চোখ মেলে থাকা

এটা শুধু অপেক্ষার কাল

এখন মাঠে যেও না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close