reporterঅনলাইন ডেস্ক
  ০৭ অক্টোবর, ২০২২

বীরেন মুখার্জী

কনকপাখি

শরৎ ডাকছে, ঘোড়াগুলোও হ্রেষা তুলছে;

বনশীর্ষে নূপুরের ছল, সজল শরীর।

দ্যাখো, অবিনাশী সংলাপে মেতে ওঠা প্রান্তরে

এখনো ছড়িয়ে পড়ছে শৈশবের মার্বেলফুল।

অথচ, হেমন্ত আসবে বলে-

দাঁড়টানা ভাদ্রের নদীতে জাল ফেলে

আমরা দাঁড়িয়ে আছি নগরীর ঘুমন্ত ব্রোথেলে!

এভাবে, পয়মন্ত দিনের ঘোরে ঠেস দিয়ে এক দিন

শীতকাল নেমে এলে, আমরাও খুঁজতে বের হবো-

জাদুকরী ওমের ফসল; আহা শরৎ!

বাতাসের অনুচ্ছেদে তুমিই মহান!

দিনশেষে, রাত্রি নামছে ঘুমের ভাষায়; আর-

ক্লান্ত চোখে পাখা মেলছে তিতাসের জলতোয়া পাখি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close