reporterঅনলাইন ডেস্ক
  ৩০ সেপ্টেম্বর, ২০২২

এ কিউ এম আবু জাফর

কবিতাকে বলছি

এখন লিখি এখনই ভুলি

এমন কেন হয়?

তোমার সাথের কোনো কথা

মনে নাহি রয়।

মনকে কর পুলকিত

স্বর্গীয় সুখ দিয়ে,

আমার মনে প্রবেশ কর

অপার শান্তি নিয়ে।

যখন বুঝি তুমি আছ

আমার হৃদয় মাঝে,

ধুলার ধরার সকল ধন

থাকে আমার কাছে।

স্বর্গীয় ফুল ফুটে মনে

তোমার আগমনে,

মধুর সুরে অচিন পাখি

গেয়ে উঠে মনে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close