reporterঅনলাইন ডেস্ক
  ৩০ সেপ্টেম্বর, ২০২২

এনাম আনন্দ

কাঠি আইসক্রিম

মেঘবালিকা

এই নাও তোমার কাঠিওয়ালা আইসক্রিম

যে পাশ দিয়ে ইচ্ছে হয় কামড় বসাও

কিংবা খেতে পারো চুষে,

আমার নয়ন জুড়ায়

তোমার রঙমাখা ঠোঁট দেখে।

এই যে আমি, তার ভেতরের আমি

সে চায় অন্যকিছু।

আমার আমি হারাতে চায়

তোমার ভেজা ঠোঁটের উষ্ণতায়।

মেঘবালিকা

তুমি খাও, তোমার ইচ্ছেমতো খাও

কখনো আলতো কামড়ে, কখনো চুষে,

আমার নয়ন জুড়ায় তোমার রঙমাখা ঠোঁট দেখে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close