reporterঅনলাইন ডেস্ক
  ৩০ সেপ্টেম্বর, ২০২২

মোবারক হোসেন ভূইয়া

ভালোবাসার কাছে পাওয়া উত্তর

কোনো এক পুষ্প শোভিত ফাগুন বেলায়

প্রাকৃতিক রূপ বৈচিত্র্যের আগুন মেলায়

কল্পনাপ্রবণ চঞ্চল হৃদয় উৎসুক মনে

প্রশ্ন রাখল স্বপ্নমাখা ভালোবাসার কাছে

কেন তুমি আস প্রতিটি জীবনে?

ভালোবাসা চুপিচুপি বলল কানেতে

সবাইকে মায়ার বাঁধনে জড়াতে

নতুন নতুন রঙে জীবন রাঙাতে

স্বপ্নে স্বপ্নে সবার মন ভরাতে।

উত্তর শুনে ভাবনায় ডুবে মন

ভাবতে ভাবতে আবার প্রশ্ন তখন

তোমার কি আছে মমতার বন্ধন?

আমার মমতা ছাওয়া প্রতিটি হৃদয়

আমি ছাড়া মূল্যহীন সব পরিচয়

জীবনের প্রতিক্ষণ আমার বিচরণ

আমাকে ছাড়া শূন্য সবার জীবন।

মমতায় গড়া যদি তোমার ভুবন

বিরহ-ব্যথা কেন যখন তখন?

নিন্দার ঝড় কেন প্রতিনিয়ত?

ছিন্নভিন্ন কেন স্বপ্ন যত?

এবার আত্মপ্রত্যয়ী উত্তর তার;

লাইলি-মজনুর বিরহের অশ্রুজল

স্মরণে ভেজায় চোখ প্রেমিক যুগল,

শিরী-ফরহাদের বিরহের কাহিনি

আজ অবধি কেউ ভুলতে পারেনি।

নিন্দা আর বিরহ প্রেমের অলংকার

বিচ্ছেদে ভালোবাসার হয় না কখনো হার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close