reporterঅনলাইন ডেস্ক
  ৩০ সেপ্টেম্বর, ২০২২

নাজমা বেগম নাজু

সব মানুষের নিশ্বাস ছুঁয়ে

হোক সে তুলসীতলা

সুশীতল তরুতল-

হোক না মিনার চূড়ায়

পবিত্র সে আহ্বান,

মন্দির অথবা গির্জায় এক নামে

এক পতাকার কাঙ্ক্ষিত শিরোনাম

শীর্ষ ধর্ম মানবতা তার নাম।

সব ধর্মের সুগভীর শ্বাস এসে

একাকার হয় বুকের পাঁজরে যেথা।

যেমন বাতাস এক রূপ রঙে

সব মানুষের নিশ্বাস ছুঁয়ে

বুকের অতলে মেশে-

তেমনি সে মানবতা,

যত হোক শত ধর্মের বিচরণ

যত শত রূপে

সব শেষে তার অভিন্ন রূপ

এক সুর এক ঘ্রাণ

মানবতা তার নাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close