
২৩ সেপ্টেম্বর, ২০২২
বাপ্পি সাহা
শরতের একটি সকাল খুঁজি

একটি সুন্দর সকালের খুঁজে কত যে রাত হয়েছিল সঙ্গী।
আজ সকাল যেন আমার জন্যই সাজানো রবে।
পাখির কলতানে ঘুম ভাঙবে
মৃদু হাওয়া বইবে
আমার স্বপ্নের শব্দগুলো গেঁথে দেব শিশিরে।
স্নিগ্ধতা ছড়াবে...
কাশবনে কাশফুল
সবুজের গালিচা...।
মাঝে মাঝে সূর্যের মিটিমিটি আলো
সোনা ঝরা রোদ...
যেন আলো ছায়ায় খেলা।
এঁকে যায় একে একে ভালোবাসার অপরূপ স্মৃতিচিহ্ন।
ফুলের গন্ধে উষ্ণতা ছড়াবে চারদিক
মাতাল হবে মন।
আমি পূর্ণ হবো...।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন