reporterঅনলাইন ডেস্ক
  ২৩ সেপ্টেম্বর, ২০২২

শেলী সেনগুপ্তা

কাকটি হতে পারত শ্বেতবর্ণের

সানন্দ চলার পথে কাকের কর্কশ স্বর

সড়কের জেব্রাকসিং নয়

নয় প্রেমিকের বাড়ানো হাত,

ঘুম ভাঙে নাগরিক কাকের পীড়িত আহ্বানে

কাকটি হতে পারত শ্বেতবর্ণের

কেউ মানুক

না মানুক

সুবর্ণ মিথ্যেগুলো শুধুই কালো...

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close