reporterঅনলাইন ডেস্ক
  ১২ আগস্ট, ২০২২

নাহার ফরিদ খান

আগস্টের শোকগাথা

আগস্টের শোকগাথা বাঙালির অন্তরে

বঙ্গবন্ধুর মতো আর তো দেখিনি পৃথিবীর প্রান্তরে

বাঙালির চেতনায় এক মধ্যগগন সূর্য

আলো জ্বেলেছিল বাঙালির প্রাণে বাজাল রণতূর্য।

এমন বজ্রকণ্ঠ সুললিত, দৃঢ়চেতা ভাষণ

কে কোথায় শুনেছে বলো তো এমন!

তোমার কীর্তি তোমায় করেছে মহৎ

বাংলাদেশের স্থপতি তুমি, নির্ভীক মহানায়ক।

যুগে যুগে রবে অম্লান ইতিহাস বাঙালির

জাতির জনক বঙ্গবন্ধু চির উন্নত রবে শির।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close