reporterঅনলাইন ডেস্ক
  ১২ আগস্ট, ২০২২

নাদিম মাহমুদ

পরাজয়ের শোক

গোটা জাতি স্বাধীনতার মুখ দেখেছে,

তার বেঁচে থাকার স্বাধীনতা কেড়ে নিয়েছে

সূর্য ওঠার আগেই।

শোক, নাকি চূড়ান্ত পরাজয়ের লজ্জা?

বলতে পারিনি আজও।

বলবার ভাষা নেই,

যুদ্ধফেরত মানুষগুলো এত অল্পতেই ক্লান্ত হয়ে গেল!

বাঙালি সংগ্রাম শিখেছে

সংঘবদ্ধ হয়নি আজও।

সেইদিন ১৫ই আগস্ট

নির্লজ্জতা আর অকৃতজ্ঞতার নিষ্ঠুর চাদরে

মোড়ানো ছিল ছাপ্পান্ন হাজার বর্গমাইল।

আজও আছে রক্ত, বত্রিশ নম্বর বাড়ির সিঁড়িতে।

আজও আছে পিশাচেরা-

স্বাধীনতার অস্থিমজ্জা গিলে খাবে বলে।

এত বছর পরেও লক্ষ কোটি লোমকূপ শিউরে ওঠে-

৭ই মার্চের ভাষণ শুনে।

যার তর্জনী হিমালয়ের চূড়া ছুঁয়েছে

মুক্তিকামী মানুষের জন্য।

তারই পরিবার পরিজনের লাশ পড়ে আছে স্বাধীন দেশে।

ইতিহাস ঘেঁটে এমন আত্মঘাতী জাতি আর কোথায় পাব বলো।

শোক, নাকি চূড়ান্ত পরাজয়ের লজ্জা?

বলতে পারিনি আজও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close