reporterঅনলাইন ডেস্ক
  ১২ আগস্ট, ২০২২

এনাম আনন্দ

রক্তের প্লাবন

ইতিহাসের বর্বরোচিত দিনটির কথা মনে পড়তেই

হু হু করে কেঁদে ওঠে আমার অবচেতন মন।

একটু কান পাতলেই শুনতে পাই

তেরোশত নদীর কান্না।

বর্ষার অঝোর ধারায়-

চোখের সামনে ভেসে ওঠে শ্রাবণের অশ্রুপাত!

সুবেহ সাদিকে পাখপাখালির কিচিরমিচির আর্তনাদ

আমাকে মনে করিয়ে দেয় ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটির

রক্তের মহাপ্লাবনের কথা।

কিছু বিপথগামী দৈত্য সেনার স্বয়ংক্রিয় অস্ত্রের গর্জনে

ঘাতকরা নিমেষেই ঝাঁজরা করেছিল

সপরিবার ও জাতির পিতার বুক!

মুহূর্তেই রক্তাক্ত দেহটি লুটিয়ে পড়ে সিঁড়ির ওপর

রক্তে রঞ্জিত হয় সাদা পাঞ্জাবি, চেক লুঙ্গি,

পাশেই পড়ে থাকে কালো চশমা, প্রিয় পাইপ।

বাংলার আকাশে-বাতাসে নেমে এলো শোকের মাতম

জাতি এই শোক বয়ে চলবে প্রজন্ম থেকে প্রজন্মে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close