reporterঅনলাইন ডেস্ক
  ০৫ আগস্ট, ২০২২

সংস্কৃতি

‘বাংলা আমার’ আবৃত্তি সন্ধ্যা

সংস্কৃতিচর্চা কেন্দ্র ‘বাংলা আমার’ গত ৩০ জুলাই রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজন করেছে আবৃত্তি সন্ধ্যা ‘গোধূলির কাব্যকথা’। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশনা করেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আগত বাংলা আমার-এর অর্ধশতাধিক আবৃত্তিশিল্পী। এ ছাড়া বাংলা আমার-এর শিল্পীরা ‘নমঃ বাংলাদেশ মম’ শিরোনামে একটি আবৃত্তি প্রযোজনা পরিবেশন করে।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন বরেণ্য আবৃত্তিশিল্পী এবং সংগঠক অধ্যাপক রুপা চক্রবর্তী। উপস্থিত ছিলেন বাংলা আমার-এর উপদেষ্টা মাসকুর এ সাত্তার কল্লোল, আল্লাদিত্তা মোহাম্মদ আলাউদ্দিন এবং মজুমদার বিপ্লব। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সাহা। আলোচনা পর্বের উপস্থাপনা করেন বাংলা আমার-এর সভাপতি মেহেদী হাসান আকাশ।

বাংলা আমার-এর আবৃত্তিশিল্পী হিসেবে ছিলেন জয় আহমেদ, মোমিনুর রহমান, লুৎফুন্নাহার সোনিয়া, রন্জু নাহার মনি, উমা ব্যানার্জি, লিন সরকার, শামসুন নাহার, ডলি আলফা, তানিয়া আফসার, সোমা সাহা, আরিফা বেগম, স্বর্ণলতা ঘোষ, মাহমুদা বিনতে আবেদীন, নন্দিনী বর্মন, শাহীদ কাওসারুল আনোয়ার, সানিয়াত তাসিন, মিশেল মাহবিন সৌহার্দ্য, আরাধ্যা সেনগুপ্তা, সওদা সাসমিন, অবন্তী গুহ, তহুরা সাফরিন রিদা, মুনতাহা হক জারা, শাহ্ রিন মায়েদা, নাবিত মহম্মদ মায়াজ, আভা, অপরাজিতা, আরিয়া আজরিন প্রমুখ।

অনুষ্ঠানটিতে আমন্ত্রিত আবৃত্তিশিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশনা করেন দেশের ৩০ জন আবৃত্তিশিল্পী। তাদের মধ্যে অন্যতম- দেওয়ান সাঈদুল হাসান, টিটো মুন্সী, আবু নাসের মানিক, সিদ্দিকুর রহমান পারভেজ, আনিসা জামান চাপা, এ বি এম সোহেল রশীদ ও ইমরান সাগর।

* কাঞ্চন বিধু

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close