reporterঅনলাইন ডেস্ক
  ০৫ আগস্ট, ২০২২

রোখসানা ইয়াসমিন মণি

কৃষক

চূর্ণ করো নারীর রেশমি জমিন

চূর্ণ করলেই ফসলের সম্ভারে

পূর্ণ হবে করতল...

যে অলস কৃষক দেখে না খুলে

অচেনা দুয়ার, সে কী করে জানবে

শস্য কেন হয় রমণীর গোলাম?

রমণীর বাঁকা চোখে, ললাট, চিবুকে

মখমল ঠোঁটে যে চাষা ঘুরেনি

সে কি করে টেনে নেবে

লাঙলের ফলা!

জমিনের ভারে ঔদ্ধত্য বাহু যার

কাঁপেনি থরথর,

সে কি করে চিনে নেবে প্রতিমার গলা?

কৃষক না হলে জমিনের তলে

উষ্ণতার অস্তিত্ব রেখে আসার

দৃষ্টান্ত কে দেখাব এমন!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close