reporterঅনলাইন ডেস্ক
  ০৫ আগস্ট, ২০২২

এম খান

রুপালি সোনার নিরাপদ জন্মভূমি

রুপার রং মিশে আছে, কাঁটা একটু বেশি

পুষ্টিগুণ মিশে আছে, শক্ত করে পেশি

গরম-গরম ইলিশ ভাজা, খেতে বেশ মজা,

ইলিশ বাঙালির জাতীয় মাছ, ইলিশ মাছের রাজা।

শাঙন গগনে ঘোর ঘনঘটা, কভু সূর্যরশ্মির প্রখরতা

সমুদ্রকান্তা পদ্মা তখনো ভীষণমুক্ত, শান্ত মূর্তি

সূর্যাবর্ত গগন যখন ঘোর মেঘাচ্ছন্ন

পদ্মায় তখন উত্তাল তরঙ্গ।

কী অদ্ভুত ক্রীড়াশীল সৃষ্টি

অপরূপ মিত্রপক্ষের মেলবন্ধন,

যতই দেখেছি পদ্মার অপরূপ পদ্মগন্ধি শোভা

অধিক বিস্মিত- স্বপ্নের পদ্মা সেতু, নির্মাণশৈলী।

ইলিশ ভাজা, ইলিশ ভাজা, ইলিশ মাছের রাজা

মাছের রাজা কিনতে গিয়ে ফকির হওয়ার দশা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close