reporterঅনলাইন ডেস্ক
  ০৫ আগস্ট, ২০২২

লতা মার্ডী ত্রিপুরা

নিষিদ্ধ কথকতা

এই শহরে প্রেম নিষিদ্ধ হয়েছে

নিষিদ্ধ হয়েছে স্বপ্ন দেখা

ফুলের কলিতে ভ্রমরের গুঞ্জন

মাটির টানে বৃষ্টির নেমে আসা

সব নিষিদ্ধ!

নিষিদ্ধ হয়েছে মায়ের কোলে শিশুর হাসি

প্রেমিকের চোখে ভেসে ওঠা প্রেমিকার টিপ

রোদের স্পর্শে খলখলিয়ে ওঠা সকাল!

এখানে নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ

শুধু জিইয়ে রেখেছে

দাঁত ঘষাঘষি আর বহুপক্ষীয় বলাৎকার!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close