reporterঅনলাইন ডেস্ক
  ০৫ আগস্ট, ২০২২

কাজী ইমরান

সমাজ

তুই, তুমি, আপনি বুঝি

সমাজের তিন তল।

অবতল, সমতল ও উত্তল।

সব ধরে সুখ দুঃখ ভালোবাসা

বাকি রয় না কিছু, হায়রে হায়।

মরি তোর অপেক্ষায় গহিনে।

তোমায় চাই ক্ষণিকের, পাই মনিতে

সুখণ্ডদুঃখের ধার ধারি না, আপনি বুদ্ধিমান

জীবন যায় গলিতে।

জীবনের সকল চাওয়া পাওয়া বাস্তবিক

আসুন আসুন সকলে মিলে জয় ধ্বনি করি।

ছিলাম, আছি, থাকব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close