reporterঅনলাইন ডেস্ক
  ০১ জুলাই, ২০২২

গুলশান-ই-ইয়াসমীন

ফুলের তোড়া

ফুলের সঙ্গে ফুল মিলিয়ে

হয় যে ফুলের তোড়া

চকচক করে দেখলে সেটি

সবারই চোখজোড়া।

শ্রদ্ধা নিবেদনের সময়

খুব প্রয়োজন তাকে

নানান ফুলের সুবাসমাখা

নিত্য তাতে থাকে।

সূযিমামা জাগার আগে

কুড়াতে রোজ ফুল

বাগানজুড়ে ছেলেমেয়ের

কী যে হুলস্থুল!

বাগান মালীর তাড়া খেয়েও

হই না বিতাড়িত

ফুল কুড়িয়ে তোড়া বানাই

হই না কভু ভীত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close