reporterঅনলাইন ডেস্ক
  ০১ জুলাই, ২০২২

নাজমা বেগম নাজু

মেঘদূত পাহাড়ের ওপার হতে

হেঁটে যাওয়া রাত আর

থেমে থাকা অন্ধকারের

নিশীথ পাখির মতো

বুকের অতলে জমে আছে নিঃসঙ্গতা।

নিথর পাহাড়ের মতো অটল একাকিত্বে

ভিড় করে আছে

রুদ্ধশ্বাসের পাথর।

বিমূর্ত জোছনার মতো

ভেজা জানালায়

ঝাপসা হয়ে আছে অশ্রুরেখা।

কবে যে ভাঙবে এ বাঁধ

এই অবর্ণ পাঁজর ঘেরা দীর্ঘশ্বাস!

মেঘদূত পাহাড়ের ওপার হতে

ধেয়ে আসুক পাথর ভাঙা মহাপ্লাবন

ভেঙে চুরমার হোক

পাষাণ নিথর নীরবতা...,

বসন্তের পাখিদের কানে কানে

কত শতবার বলছি যে এ কথা,

বলেছি তোমাদের কণ্ঠে তুলে নাও

অমর এ একাকিত্ব আমার-

প্রাণ খুলে দাও

দুঃখের মহাসংগীত,

নিশ্চিহ্ন করো জন্মের নিঃসঙ্গতা যত

তোমাদের শ্রেষ্ঠ গীত সম্ভারে।

কত বসন্ত এলো আর গেল-

আমার অনড় অবর্ণতা

তেমনি রয়ে গেল আজও।

আহা বসন্তের পাখি!

তুমিও তো অবশেষে

সোনালি ডানার পরতে

অটল একাকিত্বের

রংটাই বেছে নিলে...।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close