reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জুন, ২০২২

এনাম আনন্দ

পুবালির পালাবদল

এক তেরো পার্বণের দেশে

চন্দ্রিমাকে গিল্লা খায় অমাবস্যা,

ভয়ে মধুমালার হাত ধইরা পালায় বদন কুমার!

কোথায় সয়ফুলমুলুক বদিউজ্জামাল!

সময়ের সঙ্গে বদলাইয়া গেছে মহুয়া

তার গতর থাইকা বের হয় না কস্তুরি ঘ্রাণ।

হায়রে বেদের মেয়ে! তোরও আবার প্রেম!

জাতের জাঁতাকলের শিকল ভেঙে

বুড়িগঙ্গার ঢেউয়ের সঙ্গে খেলা করে না

সাপুড়ে কন্যার নয়া যৌবন!

সেও এখন শ্রমজীবী মানুষের একজন।

ভার্চুয়ালের ছোবলে পইড়া কাঁদে মেঘবালিকা

কইতুরীর মা যায় না বেডাগোর রান্নার কাজে

সময়ের পালাবদলে সেও আজ অনলাইন ব্যবসায়ী

হায়রে ব্যবসা, তুইও এখন হাতের মুঠোয়!

লাঙল কাঁধে লইয়া চাষাবাদে যায় না কৃষক রঙ্গু মিয়া

হায়রে চাষা রঙ্গু!

তোর গায়েও লাগছে পালাবদলের হাওয়া

সবাই বদলাইয়া গেছে, আমিও বদলাইয়া যামু!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close