reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জুন, ২০২২

ফারজানা ইয়াসমিন

পারিনি আমি

আমি ছুটে যেতে পারিনি সাগরের জলে,

ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ে ওই সীমানা ছুঁতে।

হয়নি আমার স্বপ্নগুলো মায়াজালে জড়িয়ে নিয়ে,

ঘর সাজাতে মনের মতো করে জোনাকির আলো দিয়ে।

পারিনি আমি রাতের আকাশের জোছনা মেখে,

মায়াবী চাঁদের সঙ্গে কল্পলোকের বিশালতায় ভাসতে।

আমি নিজের মতো করে

বাঁচতে পেরেছি কবে বলো?

যতবার খাঁচা ভেঙে উড়ে গেছি,

ততবার ছিটকে পড়েছি ঝোড়ো হাওয়ার আঘাতে।

পারিনি আমি পুকুরে পদ্মাবতী হয়ে ফুটতে,

আমি তো ভেসে গেছি অকূলে অনাদিকালের তরে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close