reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জুন, ২০২২

বাপ্পি সাহা

অপূর্বের বৃষ্টিভেজা কিছুক্ষণ

এক কল্পনা আমাকে সৃষ্টি করেছিল

মেঘের মতো আকাশের মাঝে ছুঁয়ে থাকতে,

মাঝে মাঝে অন্ধকার তোমার পূর্ণতার আলো।

অপূর্ব বৃষ্টি রৌদ্রময় বৃষ্টিতে হৃদয়ের জোছনা

সাগরের জলে তোমার কান্নার জল।

সুরঞ্জনা শেওলার মতো নরম কার্পেটে বিছানো

হীরার আলো ভালোবাসার স্বর্ণ।

জোছনা রাতে, শীতের হাওয়ায় তুষার বিন্দুর অনুভবতায়,

সৃষ্টি তো শেষ করার জন্য নয় পাওয়ার জন্য,

বেদনার বাঁশির সুরে অপূর্ব ভালোবাসার ছোঁয়া।

হাত বাড়িয়ে দাও পাবে তো কিছু

দুঃখ না পেলে, অপূর্বের বৃষ্টিভেজা কিছুক্ষণ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close