সোহেল মাজহার

  ২৭ মে, ২০২২

ধারাবাহিক রচনা- ৩১

উপন্যাসে বঙ্গবন্ধু

প্রেসিডেন্ট ইয়াহিয়া খানিকটা তোয়াজ করার চেষ্টা করেন শেখ মুজিবকে। তাকে বলেন পাকিস্তানের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। ভুট্টোও সমঝোতার চেষ্টা চালান। তিনি এসে নতুন থিওরি দেন, বলেন যেহেতু পশ্চিম পাকিস্তানে ভুট্টো মেজরটির এবং পূর্বে শেখ মুুজিব, ফলে দুই পাকিস্তানে দুটি সরকার হোক, হোক দুজন প্রধানমন্ত্রী। বলেন, ‘হাম আধার, তুম উধার’। মুজিব প্রত্যাখ্যান করেন সে প্রস্তাব, বলেন- ‘ছয় দফা থেকে সরে আসার কোনো উপায় তার নেই।’

খ. ‘লাখ লাখ মানুষ তখন তাকিয়ে আছে আকাশের দিকে তাক করা একটি তর্জনীর দিকে। শেখ মুজিবের তর্জনী। ওই তর্জনী যা বলবে তাই করতে প্রস্তুত প্রতিটি মানুষ। শেখ মুজিব তার ফরিদপুরের আঞ্চলিক বয়ানে বলেন, কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব...। শেখ মুজিব ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বললেন, বললেন যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে। সবশেষে বললেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

বস্তুত এ কথা সত্য বঙ্গবন্ধু শেখ মুজিবের দৃঢ় ব্যক্তিত্বের কারণে ভারত তার সেনাবাহিনী ফিরিয়ে নিতে বাধ্য হয়। তিনি জাতিসংঘে বাংলায় ভাষণ প্রদান করেন। তার পরও নানা ধরনের বিভ্রান্তি, চাটুকারদের মিথ্যাভাষণ, শেখ মনির অতি উৎসাহ, পুঁজিবাদী ও ইসলামি বিশে^র অসহযোগিতা ইত্যাদি কারণে বঙ্গবন্ধুকে বাকশালসহ নানা ধরনের বিভ্রান্তিমূলক সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে। লেখক এক ধরনের হৃদয়গ্রাহী ভাষা, উপমা চিত্রকল্প, শব্দ প্রতীকের মতো উপশিরোনাম ব্যবহার করে একটি আখ্যান ভাষ্য নির্মাণ করেন। যে ভাষ্য পাঠে যেকোনো পাঠক ইতিহাসের অনেক অজানা তথ্য যেমন জানতে পারে, তেমনি ঐতিহাসিক বিভ্রান্তি থেকেও মুক্তি পাবে। শাহাদুজ্জামান একজন সৈনিকের ঘোরগ্রস্ত স্বপ্নের ভেতর একজন মানুষের, একটি পরিবার, একটি রাজনৈতিক বিশ্বাস চেতনার স্বপ্ন, জন্মণ্ডমৃত্যুর অবলোকন প্রত্যক্ষ করেন। পাঠকের মাঝে সৃষ্টি করেন সত্য ও ইতিহাস অন্বেষণের প্রেরণা, উন্মোচন করতে ইতিহাসের গোপন রুদ্ধদ্বার।

পীর হাবিবুর রহমানের জেনারেলের কালো সুন্দরী : বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি মহাকাব্য। মুক্তিযুদ্ধ বাঙালি জাতির গৌরবের উপন্যাস। নিঃসন্দেহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ নামক মহাকাব্যের মহানায়ক। ঘটনার সমান্তরালে প্রতি ঘটনা, নায়কের বিপরীতে খলনায়ক কিংবা মহাকাব্যে অবশ্যই প্রতিনায়ক থাকবেন। বস্তুবাদ, যুক্তি, দার্শনিক বোধ ও চিন্তার সাযুজ্য এই রূঢ় বাস্তবকে অস্বীকার করেনি। মুক্তিযুদ্ধে যেমন অনেক মহানায়ক, নায়কের জন্ম দিয়েছে তেমনি খলনায়কও বোধ করি কম ছিল না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close