অ নি ন্দ্য আ নি স

  ২০ মে, ২০২২

স্মৃতি সড়ক

তুমি রাগ করে আছো, রাতের ঘন আঁধারের মতো?

কাল-পরশু কথা হয়নি কিন্তু কথারা জোনাকির মতো

আলো ছড়িয়ে ডেকেছে বারবার।

যেন, স্মৃতিময় লিচু বনের প্রথম চুম্বন সংলাপ।

এক দিন ভোর না হলে দুপুর কি আসবে না?

সৃর্যমাথায়-

জানো?

তোমার সংস্পর্শ সকাল-দুপুরের মতো বেনুগাথা।

কথারা কথা বলতে বলতে ছবি হয়ে যায়।

তুমি রাগ করে থাকলে আমার গোধূলি

সন্ধ্যা হয়ে রাতে মিশে যায়।

সেই রাতেই স্পষ্ট আলো হয়ে তুমি জ্বলে উঠো।

তাইতো, যেদিন তুমি রাগ করো সেদিন আমি

বেশি বেশি স্মৃতির সড়কে ঘুরে বেড়াই।

উজ্জ্বল সব সুখ তারারা ভেসে ভেসে স্বপ্ন দেখায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close