আ ল ম গী র খো র শে দ

  ২০ মে, ২০২২

শেখ হাসিনার প্রত্যাবর্তনে

পঁচাত্তরে জাতির জনককে হত্যা

দিশেহারা এতিম জাতি,

আওয়ামী লীগে বিভেদ, অবিশ্বাস

নেমেছিল- আঁধার রাতি।

বঙ্গবন্ধুর কবিতা লিখে

জেলে গেছেন অনেক কবি,

নাম উচ্চারণেও অপরাধ, কারাগারে

শিল্পী শাহাবুদ্দীন, এঁকেছিলেন পিতার ছবি।

পঁচাত্তর থেকে একাশি, শেখ হাসিনা

ছয় বছর প্রবাসে অসহায় জীবন,

বেদনাহত দুর্ভোগ, ভারতে আশ্রয়

দেশে সবাই নিহত, কেউ নেই আপন।

একাশিতে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত

সতেরো মে স্বদেশ প্রত্যাবর্তন,

কেঁপে উঠেছিল শাসকগোষ্ঠীর নেতৃত্বের ভীত

বৃষ্টি ভিজে কুর্মিটোলায়, জাতির রিসেপশন।

মিছিলের নগরী রাজধানী, ‘হাসিনা তোমায়

কথা দিলাম, পিতা হত্যার বদলা নেব,’

তার নেতৃত্বে বাংলা- উন্নয়নের রোল মডেল

উন্নয়নশীল থেকে উত্তরণে পৌঁছে দেব।

বিশ্বসেরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা

তার নেতৃত্বে পুনঃপ্রতিষ্ঠা পায় গণতন্ত্র,

স্বৈরশাসনের অবসান, ভাত-ভোটের অধিকার

যুদ্ধাপরাধীর বিচার, উন্নয়নের মূলমন্ত্র।

চতুর্থবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তিনি

পদ্মা সেতু পঁচিশে জুন উদ্বোধন,

মেট্রোরেল চলবে ডিসেম্বরে

তার জন্যই উন্নয়ন।

দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

একুশশো সালে জলবায়ু অভিঘাত মোকাবিলা,

ডেল্টাপ্ল্যানের কাজ চলছে

একচল্লিশে উন্নত দেশ, সামনে সবার সুখের বেলা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close