রা য় হা ন উ ল্লা হ

  ১৩ মে, ২০২২

করোনাকাব্য-৭

ভালোবাসা যতনের ফুল, একটু

চাওয়া কাতর কূল, বর্ষণ শেষে

নিরাকার আশাহত বেভুল, কটু

ব্যথা সমাহার মূল, হর্ষ বিলাসে

ভালোবাসা ফুলেল সই, ব্যতিহার

কামনা জুতসই, সরলি মরণ

কে কার কী আর হইচই, বাহার

বাঙময় গতিধারা যতই, রণ

ভালোবাসা ভেসে যায়, সহাস্য মন

দূরীভূত মায়া গীত গায়, মনসা

চরাচর ধূলিময়, কী আয়োজন

তারপর তুমুল ভয়, বিবমিষা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close